Hooghly

Mar 23 2023, 17:27

হুগলির গুড়াপের অয়ন শীলের পেট্রোল পাম্পে হদিস ইডির


হুগলি: হুগলির গুড়াপ থানার ঘোষলা এলাকায় রয়েছে অয়ন শীলের পেট্রোল পাম্প।পাম্পের পাশেই একটি হোটেল তৈরী হচ্ছিল সেটির কাজ শেষ হয়নি। অভিযোগ দূর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে পেট্রোল পাম্প কেনায়।শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের ছেলে অভিষেক শীল ও তার বান্ধবী ইমন গাঙ্গুলীর নামে কেনা এই পেট্রোল পাম্প।দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে শুক্লা সার্ভিস স্টেশন বছর চারেক ধরে বন্ধ ছিল। ২০২০ সালে অয়ন শীলের ছেলে ও তার বান্ধবী এই পাম্প কেনেন।পাম্পের পাশেই তেরী হচ্ছিল একটি হোটেল।বছর দেরেক আগে সেটির কাজ বন্ধ হয়ে যায় অজ্ঞাত কারনে।

পাম্পের কর্মিরা জানান,অয়ন শীল মাঝে মধ্যে আসতেন।তবে অভিষেক বা ইমন কোনোদিনও আসেননি পাম্পে।অয়ন শীল যে এত বড় দূর্নীতিতে যুক্ত তা বুঝতে পারেননি কর্মি রাজু বৈরাগ্য।অয়ন পাম্পে এলেও বেশি সময় কাটাতেন না।পাম্পের কর্মিদের সঙ্গেই কখনো তাদের রান্না করা খাবার খেয়ে নিতেন।এমন সাদামাটা মানুষটাকে দেখলে বোঝা যেত না তার তলে তলে এত।

Hooghly

Mar 23 2023, 17:05

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 23.03.2023.


AITC leader Arindam Guin observes Didir Suraksha Kawach campaign in Mogra-I Gram Panchayat, Chinsura Mogra Block at Hooghly.

Hooghly

Mar 23 2023, 17:04

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 23.03.2023.


AITC leader Alhaz SK Mehebub Rahman interacts with the officials of a school in Harinkhola-I Gram Panchayat, Arambagh Block at Hooghly.

Hooghly

Mar 22 2023, 17:38

সাধারণ মানুষ বঞ্চিত হতেন অয়ন শীল খামখেয়ালী পনায় -অভিযোগ পঞ্চায়েত প্রধানের

হুগলি:২০১৪ সাল থেকেই বলাগড়ের নিত্যানন্দপুর ডুমুরদহ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন অয়ন শীল। বাম জামানার ক্ষমতা পরিবর্তনের পর ক্ষমতায় আসে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড। সেই বোর্ডেরই বর্তমান উপপ্রধান শ্যামাপ্রসাদ ব্যানার্জ্জী বিস্তারিত বলেছেন অয়ন শীল সম্পর্কে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করলেও অফিসে আসার নির্দিষ্ট কোনও সময় ছিল না অয়ন শীলের। মাসে ৫ থেকে ৭ দিন অফিসে আসতেন তিনি, তাও এক দেড় ঘন্টা থেকেই বেড়িয়ে যেতেন। দিনের পর দিন পঞ্চায়েতে পরিসেবা নিতে আসা, সাধারন মানুষ বঞ্চিত হতেন তার এই খামখেয়ালী পনার জন্য।


এই সময়ে এই পঞ্চায়েতে  এস টি পি হিসাবে কাজ করতেন শ্বেতা চক্রবর্তী।  সেখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। দিনের পরদিন একসাথে গাড়ীতে আাসা যাওয়া চলত দুজনের। যদিও মাঝে অন্যত্র চাকরি পেয়ে এই পঞ্চায়েত থেকে চলে যান শ্বেতা। আবার ২০১৭ এ ফিরে আসেন এখানেই, এক বছর চাকরি করার পর ২৬.০৭.১৮ তে চাকরি ছাড়েন তিনি।

এই সময় থেকেই চূঁচুড়ার ফ্লাটে এক সাথে দুজন থাকতেন  বলে এলাকা বাসীর দাবী।  অয়ন শীলের এই ধরনের আচরনে ক্ষুব্ধ পঞ্চায়েত বোর্ড তার বিরুদ্ধে বিডিও র কাছে অভিযোগ করে। শোকজ করা হয় তাকে। ১৫.০৯.২০ তে চাকরি তে ইস্তফা দেন অয়ন।

Hooghly

Mar 22 2023, 17:36

এলাকাবাসীরা নিজেরাই হাতুড়ি, শাবল দিয়ে ভেঙে দিল নির্মীয়মান বাড়ি


হুগলি: জল যাওয়ার ড্রেন দখল করে বাড়ি নির্মাণ ।যার জেরে জল জমে যায় ড্রেনে।সেই জমা জল থেকে ছড়ায় দুর্গন্ধ ও পোকামাকড়ের উপদ্রব।বারবার পৌরসভা ও প্রসাশনকে জানিয়েও কোন ফল হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাই এবার  নিজেরাই হাতুড়ি, শাবল দিয়ে ভেঙে দেয় নির্মীয়মান বাড়ি।

ঘটনাটি হুগলির আরামবাপৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দৌলতপুরএলাকার।।এলাকার এক হাতুড়ে ডাক্তার সৈয়দ গোলাম হোসেনের বিরুদ্ধে ড্রেন দখল করে অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ।বুধবার সকালেও বাড়ির নির্মান কাজ শুরু হতেই, গ্রামের মানুষ একজোট হয়ে প্রতিবাদে সরব হয়।তার পরেই উত্তেজিত হয়ে এলাকা বাসীরা ওই নির্মীয়মান বাড়ি ভাঙতে শুরু করে।হাতুড়ি, সাবল দিয়ে ইঁটের দেওয়াল ভেঙে ফেলে।

গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার ধারে এই একটাই ড্রেন।এই ড্রেন দিয়েই নিকাশি হয় এলাকার সমস্ত জল।কিন্তু ওই হাতুড়ে ডাক্তার দখল করে বাড়ি করায় ড্রেনের জল নিকাশি বন্ধ হয়ে যায়।যার জেরে জমা জল থেকে মশা মাছি পোকা মাকড়ের উপদ্রব বাড়ছে।এমনকি দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকায়।
বারবার পৌরসভা ও প্রসাশনকে জানিয়ে কোনো কাজ হয়নি।

তাই নিজেদের বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছে।অন্যদিকে, অভিযুক্ত ওই হাতুড়ে ডাক্তার সৈয়দ গোলাম হোসেন বলেন, নির্মানের কথা স্বীকার করে  তিনি বলেন, এখন করেছি, পি ডব্লউ ডি বললে ভেঙে দেব।স্বাভাবিক ভাবেই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।।

Hooghly

Mar 22 2023, 15:59

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 22.03.2023.


AITC leader Alhaz SK Mehebub Rahman takes lunch with the locals of Gourhati-II Gram Panchayat, Arambagh Block at Hooghly.

Hooghly

Mar 22 2023, 15:57

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 22.03.2023.


AITC leader Ramendu Sinha Roy interacts with the officials of a school in Harinkhola-II Gram Panchayat, Arambagh Block at Hooghly.

Hooghly

Mar 22 2023, 15:56

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 22.03.2023.


AITC leader Becharam Manna interacts with the officials of a sub-health centre in Mirzapur-Bankipur Gram Panchayat, Singur Block at Hooghly.

Hooghly

Mar 21 2023, 15:33

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 21.03.2023.


AITC leader Karabi Manna serves food to the locals of Olipur Kashipur Gram Panchayat, Haripal Block at Hooghly.

Hooghly

Mar 20 2023, 16:28

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 20.03.2023.


AITC leader Becharam Manna interacts with the locals of Panchgarha Gram Panchayat and apprised them about the Didir Doot mobile application, Chanditala-II Block at Hooghly.